রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিম (৩৯) নামের এক নৌকা মাঝিকে গ্রেপ্তার করেছে।
গত রোববার (১৫ জুন) রাতে কাপ্তাই নতুন বাজার এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী সেলিমকে গ্রেপ্তার করা হয়। সে কাপ্তাই ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঁশকেন্দ্র এলাকার মো. আব্দুল বাতেনের ছেলে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সোমবার (১৬ জুন) মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে বলেও ওসি নিশ্চিত করেছেন।