ঢাকা, ১৭ জুন ২০২৫: সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একমত হয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ (মঙ্গলবার, ১৭ জুন) জানিয়েছেন, আস্থাভোট ও অর্থবিল সংক্রান্ত দুটি বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা (এমপিরা)। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এই বিষয়ে ঐকমত্য হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আজ দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের এই আলোচনা অনুষ্ঠিত হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। এ প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে সহযোগিতা করছে, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
আলোচনায় বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। তবে জামায়াতে ইসলামীর কোনো নেতাকে এই আলোচনায় অংশ নিতে দেখা যায়নি।