রাণীনগর, নওগাঁ, ১৮ জুন ২০২৫: নওগাঁর রাণীনগর উপজেলায় আজ বুধবার (১৮ জুন ২০২৫) দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘উপজেলা দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং উন্নয়ন মেলার আয়োজন করা হয়, যা উপজেলাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা হয় সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। এরপর রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মেয়েদের সাইকেল রেস, বালিশ খেলা, ১০০ মিটার দৌড় এবং প্রবীণদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা। মাঠজুড়ে শিশু থেকে প্রবীণ দর্শকদের মাঝে ছিল উচ্ছ্বাস আর উল্লাস।
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ‘মৌসুমী সমৃদ্ধি’র উদ্যোগে উন্নয়ন মেলা। সেখানে কুটির শিল্প, শিক্ষা সহায়তা কার্যক্রম, শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকা, কৈশোর, যুব ও প্রবীণ কার্যক্রম, স্বাস্থ্য সচেতনতা, স্যানিটেশন, এবং পিঠা প্রদর্শনের মতো নানা বিষয়ে তথ্য সমৃদ্ধ স্টল স্থান পায়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলার পরিবেশ আরও জমজমাট হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষভাগে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ বিষয়ে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ের বলেন, “মৌসুমী সমৃদ্ধি প্রতিবছর আমাদের মাঝে নানা প্রতিযোগিতা নিয়ে আসে। তবে এবছরের প্রতিযোগিতা ছিল আরও ব্যতিক্রমধর্মী। অংশগ্রহণ করে খুব ভালো লেগেছে। এ থেকে অনেক কিছু শিখেছি।” আরেক শিক্ষার্থী মোঃ ইফতির বলেন, “এমন কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। এখানে অংশগ্রহণ করে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পেরে ভালো লেগেছে। এ ধরনের আয়োজন আমাদের অনুপ্রাণিত করে।”
প্রধান অতিথির বক্তব্যে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান ‘মৌসুমী’র উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “মৌসুমী একটি চমৎকার উদ্যোগ, যারা আমাদের উপজেলায় নিয়মিত উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। তারা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে রাণীনগরে। আমি তাদের এমন কাজের প্রশংসা করি এবং ভবিষ্যতেও যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
এভাবেই দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে রাণীনগরে উদযাপিত হয় উপজেলা দিবস এবং ‘মৌসুমী সমৃদ্ধি’র উন্নয়নমুখী উদ্যোগ।