নওগাঁ, ১৮ জুন ২০২৫: নওগাঁর সাপাহার উপজেলার তিলনা চ্যাংকুড়ী গ্রাম থেকে মোঃ জুয়েল (১৬) নামের এক কিশোর গত ১৩ জুন ২০২৫, শুক্রবার থেকে নিখোঁজ হয়েছে। তার পরিবার এবং এলাকাবাসী তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছে।
জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় জুয়েলের সাথে শামিম নামের এক যুবক ছিলেন। তবে তাদের নিখোঁজ হওয়ার কারণ বা তারা কোথায় গেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
জুয়েলের বয়স ১৬ বছর। তার গ্রামের বাড়ি তিলনা চ্যাংকুড়ী, সাপাহার, নওগাঁ।
জুয়েলের পরিবার জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি জুয়েলকে কোথাও দেখতে পান অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তবে অবিলম্বে তাকে নিজ হেফাজতে নিয়ে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: যোগাযোগের নম্বর: 01789139788 জুয়েলকে খুঁজে পেতে সকলের আন্তরিক সহযোগিতা চাওয়া হয়েছে।