রাঙ্গামাটি, ১৮ জুন ২০২৫: ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসন আজ এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা আয়োজন করে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পরীক্ষা কেন্দ্রসমূহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নকলমুক্ত ও নিরাপদ পরীক্ষা নিশ্চিতকরণে জোর সভায় পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষা, প্রশ্নপত্রের গোপনীয়তা, কেন্দ্রের পরিবেশ সুরক্ষা, পরিবহন ব্যবস্থাপনা এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “পরীক্ষার্থীদের মনোযোগ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যা কিছু প্রয়োজন, জেলা প্রশাসন সর্বাত্মকভাবে তা নিশ্চিত করবে।”
তিনি আরও জানান, পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে এবং অননুমোদিত কেউ প্রবেশ করতে পারবে না। এছাড়াও, পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের অনিয়ম রোধে মোবাইল কোর্ট কার্যক্রমও চলমান থাকবে।
সম্মিলিত প্রচেষ্টায় সফলতার প্রত্যয় সভার শেষে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয় এবং সফলভাবে এইচএসসি ও আলিম পরীক্ষা ২০২৫ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এই সভার মাধ্যমে রাঙ্গামাটি জেলা প্রশাসন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা আয়োজনে তাদের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছে।