Hi

০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে বীরগঞ্জে ৪ ফার্মেসিকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে বীরগঞ্জে ৪ ফার্মেসিকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বীরগঞ্জ, দিনাজপুর, ১৮ জুন ২০২৫: দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অননুমোদিত স্যাম্পল রাখার দায়ে চারটি ফার্মেসিকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ জুন, ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযান ও জরিমানার বিস্তারিত

উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এবং বীরগঞ্জ পৌরশহরের পুরাতন শহীদ মিনার সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়। থানা পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানে কবিরাজহাট এলাকার রনি মেডিকেল ও মা মেডিকেল হল, এবং বীরগঞ্জ পৌরশহরের সেবা ফার্মেসি ও মোস্তাকুল ফার্মেসিকে বিভিন্ন অভিযোগে জরিমানা করা হয়। মূলত, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয়ের জন্য অনুমোদিত নয় এমন স্যাম্পল ওষুধ রাখার কারণেই তাদের এই জরিমানা করা হয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য

অভিযানের সময় দিনাজপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মো: আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো: তানভীর আহমেদ অভিযানের তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, “বুধবার দুপুর দেড়টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধে ৪টি ফার্মেসিকে জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

শিক্ষকদের পায়ে ফুল, আর সেই সঙ্গে ‘শিক্ষাগুরুর মর্যাদা’ নিয়ে ঝড় তোলা পাঠচক্র! ঝিনাইদহ বন্ধুসভার এক অন্যরকম শিক্ষক দিবস উদযাপন, যা মন জয় করেছে সবার! ঝিনাইদহ: ‘শিক্ষাগুরুর মর্যাদা’ নিয়ে কবিতা-আলোচনা!

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে বীরগঞ্জে ৪ ফার্মেসিকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা

আপডেট : ০৪:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে বীরগঞ্জে ৪ ফার্মেসিকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বীরগঞ্জ, দিনাজপুর, ১৮ জুন ২০২৫: দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অননুমোদিত স্যাম্পল রাখার দায়ে চারটি ফার্মেসিকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ জুন, ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযান ও জরিমানার বিস্তারিত

উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এবং বীরগঞ্জ পৌরশহরের পুরাতন শহীদ মিনার সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়। থানা পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানে কবিরাজহাট এলাকার রনি মেডিকেল ও মা মেডিকেল হল, এবং বীরগঞ্জ পৌরশহরের সেবা ফার্মেসি ও মোস্তাকুল ফার্মেসিকে বিভিন্ন অভিযোগে জরিমানা করা হয়। মূলত, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয়ের জন্য অনুমোদিত নয় এমন স্যাম্পল ওষুধ রাখার কারণেই তাদের এই জরিমানা করা হয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য

অভিযানের সময় দিনাজপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মো: আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো: তানভীর আহমেদ অভিযানের তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, “বুধবার দুপুর দেড়টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধে ৪টি ফার্মেসিকে জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”