রাঙ্গামাটি, ১৯ জুন ২০২৫: রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার বাসিন্দারা গত ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগের মধ্যে সময় পার করছেন। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবাসহ নানা খাতে এর নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুন বিকালের পর থেকে পুরো লংগদু উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
একজন স্থানীয় দোকানদার বলেন, “আমাদের ফ্রিজে রাখা মালামাল নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।” একইভাবে এক শিক্ষার্থী জানায়, “আগামী সপ্তাহে আমাদের পরীক্ষা, কিন্তু পড়াশোনার কোনো পরিবেশ নেই। বিদ্যুৎ না থাকায় মোবাইলও চার্জ দিতে পারছি না।”
এদিকে হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও দেখা দিয়েছে জেনারেটরের জ্বালানি ঘাটতির সমস্যা। রোগীসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে।
লংগদু পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, উপজেলা সদর থেকে বিদ্যুৎ লাইনের একটি গুরুত্বপূর্ণ খুঁটি ভেঙে পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। মেরামত কাজ চলছে, তবে দুর্গম অঞ্চল ও খারাপ আবহাওয়ার কারণে সময় বেশি লাগছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।