Hi

০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটি কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

রাঙ্গামাটি, ২৩ জুন ২০২৫: রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে কাউখালী উপজেলার কাশখালীতে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মৃত মাহিন জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাশখালী এলাকার নুরু মিয়ার ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন ভেজা শরীরে পানির মটরের (পাম্পের) সুইচ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা সেখান থেকে গুরুতর অবস্থায় মাহিনকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঝিনাইদহে  হুলস্থুল! আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ‘বিগ শট’ নেতারা হাজতে! পুরনো ‘ভাঙচুর’ মামলায় কাঁপছে রাজনীতি! 

রাঙ্গামাটি কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

আপডেট : ০৬:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

রাঙ্গামাটি, ২৩ জুন ২০২৫: রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে কাউখালী উপজেলার কাশখালীতে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মৃত মাহিন জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাশখালী এলাকার নুরু মিয়ার ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন ভেজা শরীরে পানির মটরের (পাম্পের) সুইচ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা সেখান থেকে গুরুতর অবস্থায় মাহিনকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।