খাগড়াছড়ি, ২৬ জুন ২০২৫: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে গত ২৩ জুন দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং যুবশক্তির যুগ্ম সদস্য সচিব রিমিকে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৭:৩০ মিনিটে এই কর্মসূচি পালিত হয়।
মশাল মিছিলটি খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে মুক্তমঞ্চে এসে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাড. মনজিলা ঝুমা। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবশক্তির সংগঠক হারিচুর রহমান রনি, বিপ্লব ত্রিপুরা, মোঃ আব্দুর রহমান ছায়াদ, থুইচিং মারমা, শেখ সিনা রাসেল, সুবোধ চাকমা, ইমাম মেহেদী ও এস এম নেওয়াজ, হামিদুল সরকার প্রমুখসহ সকল উপজেলার সংগঠকবৃন্দ।
ট্যাগস: খাগড়াছড়ি, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ, আখতার হোসেন, রিমি, সাজু আহমেদ, পার্বত্য জেলা।