বগুড়া, ২৯ জুন ২০২৫: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকার ‘লেকেরপাড়’ নামক স্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিন রায়হান সৌমিক (৩০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ উদ্ধার ও প্রাথমিক তথ্য
আজ রবিবার (২৯ জুন) সকালে স্থানীয়রা ক্যান্টনমেন্টের পুকুরে (লেক) লাশ ভাসতে দেখে সেনাবাহিনী ও শাজাহানপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নিহত সৌমিক বগুড়া পৌরসভার জলেশ্বরীতলা এলাকার তৌফিকুর রহমানের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পুলিশের বক্তব্য
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সৌমিক তিনদিন ধরে নিখোঁজ ছিলেন এবং ক্যান্টনমেন্টের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।