সাপাহার, নওগাঁ, ২৯ জুন ২০২৫: “আমার দেশ আমার মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি ও উপস্থিত নেতৃবৃন্দ
সাপাহার উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে আজ রবিবার (২৯ জুন) সকাল ৯টায় ডাকবাংলো চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, উপজেলা কৃষকদলের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।