খাগড়াছড়ি, ২৯ জুন ২০২৫: খাগড়াছড়িতে আজ রবিবার (২৯ জুন) সকালে ত্রিপুরা-মারমা সচেতন সমাজ, খাগড়াছড়ি পার্বত্য জেলা-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহে মারমা-ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বঞ্চিত রাখা এবং পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে নগদ অর্থসহ খাদ্যশস্য বন্টনে চরম বৈষম্যের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। একই সাথে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বাবু সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব বাবু কংকন চাকমাকে অপসারণের দাবি জানানো হয়।
কর্মসূচি ও নেতৃত্ব
আজ সকাল ১০টায় খাগড়াছড়ি সদর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং পরবর্তীতে জেলা শহরের মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মারমা উন্নয়ন পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক জনাব রুমেল মারমা-র নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব হাসান মারুফ মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উপস্থিত ব্যক্তিবর্গ
এসময় আরও উপস্থিত ছিলেন মারমা সম্প্রদায়ের জেলা সেক্রেটারি চিংহ্লা চৌধুরী, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক উক্যচিং মারমা, মেরোত কান্তি, চাইহ্লা প্রো, উকক্সা চিং মারমা, ম্রানাই চিং মারমা, বাবু অঞ্জ মারমা, ক্যথই মারমা এবং আরও অঙ্গ সংগঠনের চাকমা-মারমা নেতাকর্মীসহ সচেতন সমাজের ব্যক্তিবর্গ।
দাবিসমূহ
বিক্ষোভকারীরা পার্বত্য অঞ্চলে মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ন্যায্য অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি পার্বত্য মন্ত্রণালয়ের অর্থ ও খাদ্যশস্য বন্টনে যে বৈষম্য করা হচ্ছে, তারও প্রতিবাদ জানান তারা। তাদের মূল দাবির মধ্যে ছিল সুপ্রদীপ চাকমা ও কংকন চাকমার অপসারণ।