ঝিনাইদহ, ১২ জুলাই ২০২৫: চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনের আয়োজন ও অংশগ্রহণকারী
আজ শুক্রবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে শহরের বাইপাস মোড় এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করে সামাজিক সংগঠন আলহেরা সোসাইটি। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সচেতন নাগরিকরা।
বক্তাদের দাবি ও পুলিশের হস্তক্ষেপ কামনা
আলহেরা সোসাইটির চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কো-চেয়ারম্যান শরিফুল ইসলাম দুদু, সহ-সভাপতি এনামুল হক পল্টু, সাধারণ সম্পাদক তাজনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ, সমাজকর্মী তারেক মাহমুদ জয়, রেল আব্দুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, “সম্প্রতি ঝিনাইদহ শহর ও আশপাশের এলাকায় চুরি, ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এর সাথে যুক্ত রয়েছে মাদক ব্যবসা ও নানা অসামাজিক কর্মকাণ্ড। প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।”
তারা দ্রুত এসব অপরাধ বন্ধে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ ও এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান।