Hi

১০:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

  • আপডেট : ০৫:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ৬৪২ জন দেখেছে

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ।

হৃদয় আহমেদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

মধ্যযুগীয় কায়দার হত্যাকাণ্ডের বিচার দাবি, স্লোগানে মুখর পুরো ক্যাম্পাস।

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়ধ্বনী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা “আমার ভাই কবরে, সন্ত্রাসীরা উল্লাস করে”, “খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “জ্বালো জ্বালো আগুন জ্বালো”, “খুন-ধর্ষণ-নিপীড়ন রুখে দাও জনতা”—এমন সব স্লোগানে পুরো ক্যাম্পাস প্রকম্পিত করে তোলে।

সমাবেশে বক্তারা বলেন, “স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদ কখনো টেকেনি। আজ আবার যদি কেউ সেই ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা করে, তাহলে বাংলার ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না।” বক্তারা এই হত্যাকাণ্ডকে মধ্যযুগীয় কায়দার বর্বরতা আখ্যা দিয়ে বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে—যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।”

শিক্ষার্থীরা বলেন, অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ সবসময় সোচ্চার থেকেছে এবং আগামীতেও থাকবে। তাঁরা দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঝিনাইদহে  হুলস্থুল! আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ‘বিগ শট’ নেতারা হাজতে! পুরনো ‘ভাঙচুর’ মামলায় কাঁপছে রাজনীতি! 

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আপডেট : ০৫:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ।

হৃদয় আহমেদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

মধ্যযুগীয় কায়দার হত্যাকাণ্ডের বিচার দাবি, স্লোগানে মুখর পুরো ক্যাম্পাস।

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়ধ্বনী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা “আমার ভাই কবরে, সন্ত্রাসীরা উল্লাস করে”, “খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “জ্বালো জ্বালো আগুন জ্বালো”, “খুন-ধর্ষণ-নিপীড়ন রুখে দাও জনতা”—এমন সব স্লোগানে পুরো ক্যাম্পাস প্রকম্পিত করে তোলে।

সমাবেশে বক্তারা বলেন, “স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদ কখনো টেকেনি। আজ আবার যদি কেউ সেই ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা করে, তাহলে বাংলার ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না।” বক্তারা এই হত্যাকাণ্ডকে মধ্যযুগীয় কায়দার বর্বরতা আখ্যা দিয়ে বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে—যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।”

শিক্ষার্থীরা বলেন, অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ সবসময় সোচ্চার থেকেছে এবং আগামীতেও থাকবে। তাঁরা দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।