Hi

১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পাথর নিক্ষেপে হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকার মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় পাথর নিক্ষেপে নির্মমভাবে নিহত সোহাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

শনিবার (১২ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদী মিছিলটি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয়ে গৌরহাঙ্গা রেলগেট পর্যন্ত গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী রাতুল ইসলাম ও মোহাম্মদ জিহাদ, ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী আরিফ এবং ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের শেখ সাদী। এছাড়াও বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা মুখরিত করেন রাজপথ—

“চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না”

“রক্তে ভেজা আমার ভাই, খুনি তোমার রেহাই নাই”

“লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে”

“এক-দুই-তিন-চার, চাঁদাবাজ দেশছাড়”

এই প্রতিবাদ শুধু সোহাগ হত্যার বিচার নয়, পুরো দেশজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের জেগে ওঠার একটি নিদর্শন।

সমাবেশে বক্তারা বলেন, “আজ একজন সোহাগকে মেরে ফেলা হয়েছে, কাল হয়তো আমাদের কারও ভাই, বন্ধু কিংবা সহপাঠী হতে পারে। প্রশাসন যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে জনগণই রাস্তায় নামবে। রক্তে রঞ্জিত জুলাই আমরা আর দেখতে চাই না। এই হত্যাকাণ্ডের বিচার না হলে, জেল গেট ভেঙে হলেও বিচার আদায় করে আনবে সাধারণ মানুষ।”

তারা আরও বলেন, “আমরা রাজনীতি করি না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলব। সাধারণ মানুষ আর নিরাপদ নয়—এই বার্তা আমরা দিতে চাই না।”

শিক্ষার্থীরা দাবি জানাই, সোহাগ হত্যার দ্রুত বিচার, চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা পালন।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঝিনাইদহে  হুলস্থুল! আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ‘বিগ শট’ নেতারা হাজতে! পুরনো ‘ভাঙচুর’ মামলায় কাঁপছে রাজনীতি! 

পাথর নিক্ষেপে হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০১:৫১:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ঢাকার মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় পাথর নিক্ষেপে নির্মমভাবে নিহত সোহাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

শনিবার (১২ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদী মিছিলটি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয়ে গৌরহাঙ্গা রেলগেট পর্যন্ত গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী রাতুল ইসলাম ও মোহাম্মদ জিহাদ, ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী আরিফ এবং ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের শেখ সাদী। এছাড়াও বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা মুখরিত করেন রাজপথ—

“চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না”

“রক্তে ভেজা আমার ভাই, খুনি তোমার রেহাই নাই”

“লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে”

“এক-দুই-তিন-চার, চাঁদাবাজ দেশছাড়”

এই প্রতিবাদ শুধু সোহাগ হত্যার বিচার নয়, পুরো দেশজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের জেগে ওঠার একটি নিদর্শন।

সমাবেশে বক্তারা বলেন, “আজ একজন সোহাগকে মেরে ফেলা হয়েছে, কাল হয়তো আমাদের কারও ভাই, বন্ধু কিংবা সহপাঠী হতে পারে। প্রশাসন যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে জনগণই রাস্তায় নামবে। রক্তে রঞ্জিত জুলাই আমরা আর দেখতে চাই না। এই হত্যাকাণ্ডের বিচার না হলে, জেল গেট ভেঙে হলেও বিচার আদায় করে আনবে সাধারণ মানুষ।”

তারা আরও বলেন, “আমরা রাজনীতি করি না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলব। সাধারণ মানুষ আর নিরাপদ নয়—এই বার্তা আমরা দিতে চাই না।”

শিক্ষার্থীরা দাবি জানাই, সোহাগ হত্যার দ্রুত বিচার, চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা পালন।