রাজধানীতে চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকর্মী কর্তৃক মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পঞ্চগড়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ শনিবার (১২ জুলাই) বিকাল ৪.৩০ মিনিটে মকবুলার রহমান সরকারি কলেজ মোড় থেকে মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমরা ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিচার বিচার বিচার চাই, চাঁদাবাজের বিচার চাই’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, চাদা নেয় পল্টনে ভাগ নেয় লন্ডনে, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো-মোর’ ইত্যাদি স্লোগান দেন।
পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বি সহ সমন্বয়ক খোরশেদ মাহমুদ উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরি পঞ্চগড় জেলা সম্পাদক এইচআরএম সাখাওয়াত হোসেন ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আরো অনেকেই
প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বাধীন বাংলার একজন নাগরিককে চাঁদা দেয় নাই সেই অজুহাতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। কারা করেছে সেটা জাতির কাছে স্পষ্ট হয়েছে। তারা মানুষকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, লাশের উপর দাঁড়িয়ে নিত্য করেছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, চব্বিশ উত্তর বাংলাদেশে যারা চাঁদাবাজি কায়েম করতে চাইবে তাদের জাতি কখনো মেনে নেবে না। যারা একের পর এক ধর্ষণ, চাঁদাবাজি করে যাচ্ছে তাদেরকে বলতে চাই, আমরা এই বাংলাদেশ দেখার জন্য আন্দোলন করি নাই। আবু সাইদরা এই বাংলাদেশ করার জন্য রক্ত দেয় নাই।
সরকারকে উদ্দেশ্য করে শিক্ষার্থীরা বলেন, ইন্টেরিম গভর্নমেন্ট, আপনারা আপনাদের মেরুদন্ড সোজা করুন। আপনাদের বিপ্লবী জনতা ক্ষমতায় বসিয়েছে। মানুষ মারা যাবে কিন্তু আপনারা তার বিচার করতে পারবেন না, জনগণ তাহলে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে দেবে। সুতরাং অপরাধী যেই দলেরই হোক তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে।