আশুলিয়ায় ৪ মাদক কারবারি গ্রেপ্তার, দেশীয় মদ-ইয়াবা উদ্ধার
মোঃমামুন হোসেন, আশুলিয়া প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ । এ সময় তাদের নিকট থেকে দেশীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (১২ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে শুক্রবার দুপুরে ও রাতে আশুলিয়ার উত্তর গাজিরচট বুড়ির বাজার, বাগানবাড়ী, ও নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো- আশুলিয়ার উত্তর গাজিরচট বুড়ির বাজার এলাকার আকরাম হোসেন কাজলের ছেলে কায়সার আহমেদ সজিব (২৮), ভোলা জেলার বোরহান উদ্দিন থানার দেউলা এরাকার মৃত মজিবর হাজিল তাজুল ইসলাম ওরফে বাবু (৩৭), নেত্রকোনা সদর থানার ষাটকাহন এলাকার জাহের উদ্দিন কাজীর ছেলে মোঃ সোহাগ কাজী (৩০) ও টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার পাঁচ পোটল এলাকার মজিবুর রহমানের ছেলে মাসুদ রানা (৩৫)।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচটের বাগানবাড়ী এলাকায় অভিয়ান চালিয়ে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাজুল ইসলাম ওরফে বাবু ও সোহাগ কাজী নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।
এরআগে রাত ১১টার দিকে আশুলিয়া নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মাসুদ রানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট বুড়িরবাজার এলাকা হইতে কায়সার আহমেদ সজিব নামের এক মাদক কারবারিকে সাড়ে ৭ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।