Hi

০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভূরুঙ্গামারীতে ঝরল ২ প্রাণ, গুরুতর আহত ৩! আতঙ্কে কাঁপছে এলাকা!

  • আপডেট : ১০:০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ১১২০ জন দেখেছে

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভূরুঙ্গামারীতে ঝরল ২ প্রাণ, গুরুতর আহত ৩! আতঙ্কে কাঁপছে এলাকা!

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় ড্রাম ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রবিবার (১৩ জুলাই) সকালে চর বারুইটারী আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু বকর সিদ্দিক রতনপুরী তার স্ত্রী ও সন্তানকে নিয়ে একটি রিজার্ভ অটোতে সোনাহাট স্থলবন্দর ঘুরতে আসেন। স্থলবন্দর থেকে ফেরার পথে দুপুর বেলায় ভূরুঙ্গামারী থেকে আসা একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় তাদের অটো রিকশাকে চাপা দেয়।

এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই আবু বকর সিদ্দিকের অনার্স পড়ুয়া কন্যা আনিকা (১৮) মারা যান। অটোচালক বানু মিয়া (৩০) এবং বাকি তিনজন আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অটোচালক বানু মিয়াও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত অটো চালকের বাড়ি পাইকেরছড়া ইউনিয়নে।

আহতদের মধ্যে রয়েছেন প্রভাষক আবু বকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) এবং তাদের ছোট মেয়ে ফাতেমা (৯)। তাদের অবস্থা গুরুতর হওয়ায় ভূরুঙ্গামারী হাসপাতাল থেকে দ্রুত রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও, এর চালক পালিয়ে গেছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন এবং অটোচালক হাসপাতালে মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঝিনাইদহে  হুলস্থুল! আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ‘বিগ শট’ নেতারা হাজতে! পুরনো ‘ভাঙচুর’ মামলায় কাঁপছে রাজনীতি! 

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভূরুঙ্গামারীতে ঝরল ২ প্রাণ, গুরুতর আহত ৩! আতঙ্কে কাঁপছে এলাকা!

আপডেট : ১০:০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভূরুঙ্গামারীতে ঝরল ২ প্রাণ, গুরুতর আহত ৩! আতঙ্কে কাঁপছে এলাকা!

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় ড্রাম ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রবিবার (১৩ জুলাই) সকালে চর বারুইটারী আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু বকর সিদ্দিক রতনপুরী তার স্ত্রী ও সন্তানকে নিয়ে একটি রিজার্ভ অটোতে সোনাহাট স্থলবন্দর ঘুরতে আসেন। স্থলবন্দর থেকে ফেরার পথে দুপুর বেলায় ভূরুঙ্গামারী থেকে আসা একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় তাদের অটো রিকশাকে চাপা দেয়।

এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই আবু বকর সিদ্দিকের অনার্স পড়ুয়া কন্যা আনিকা (১৮) মারা যান। অটোচালক বানু মিয়া (৩০) এবং বাকি তিনজন আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অটোচালক বানু মিয়াও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত অটো চালকের বাড়ি পাইকেরছড়া ইউনিয়নে।

আহতদের মধ্যে রয়েছেন প্রভাষক আবু বকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) এবং তাদের ছোট মেয়ে ফাতেমা (৯)। তাদের অবস্থা গুরুতর হওয়ায় ভূরুঙ্গামারী হাসপাতাল থেকে দ্রুত রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও, এর চালক পালিয়ে গেছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন এবং অটোচালক হাসপাতালে মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।