বীরগঞ্জ, দিনাজপুর: কিছুদিন আগেও ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে উত্তাল ছিল বীরগঞ্জ। বিক্ষোভ মিছিল, প্রতিবাদ – সবই হয়েছিল। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই বীরগঞ্জ পৌর শহরে আবারও ফিরে এসেছে ডাম্প ট্রাকের সেই পুরনো দৌরাত্ম্য! অবাক করা বিষয় হলো, জনরোষের পরও এখন পর্যন্ত অজ্ঞাত কারণে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।
🔥 বিক্ষোভ কি বৃথা গেল? ডাম্প ট্রাকের বেপরোয়া গতিতে জনমনে আতঙ্ক! 🔥
বীরগঞ্জের মানুষ যখন ডাম্প ট্রাকের যথেচ্ছ চলাচল এবং এর থেকে সৃষ্ট নানা সমস্যা নিয়ে সরব হয়েছিল, তখন মনে হয়েছিল হয়তো এবার একটা সুরাহা হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। মহাসড়কে বেপরোয়া গতিতে ডাম্প ট্রাকগুলো চলাচল করছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। প্রশ্ন উঠেছে, তাহলে কি সেই বিক্ষোভগুলো নিছকই লোক দেখানো ছিল? নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, যার জন্য প্রশাসন নীরব?
🚨 একজন চালক আটক, কিন্তু সমাধান কি হবে? 🚨
গত সোমবার সন্ধ্যায় মহাসড়কে বেপরোয়া গতিতে ডাম্প ট্রাক চালানোর অভিযোগে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে এক চালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও গ্রামের সুলতানের ছেলে সবিবুর রহমান সাগর (২৪) নামের ওই চালককে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন।
একজন চালককে জরিমানা করা হলেও এটি কি ডাম্প ট্রাকের সামগ্রিক দৌরাত্ম্য কমাতে যথেষ্ট? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বীরগঞ্জের সাধারণ মানুষের মনে। তাদের দাবি, বিচ্ছিন্ন জরিমানা নয়, বরং ডাম্প ট্রাকের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে প্রশাসনকে আরও কঠোর এবং স্থায়ী পদক্ষেপ নিতে হবে। স্থানীয়রা বলছেন, যদি এখনই লাগাম টেনে ধরা না হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।