সাভার আশুলিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৫ বসতঘরসহ একটি অটোরিকশা গ্যারেজ।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি অটোরিকশার গ্যারেজে ভয়াবহ আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যে আগুন পাশের একটি বাড়িতে ছড়িয়ে পড়লে সেখানে ৫ বসতঘর পুড়ে যায়।
পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।