মাদারীপুরের কালকিনিতে মাদ্রাসা ছাত্রের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিকারমঙ্গল রাশিদিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ জুলাই)দুপুরে মাদ্রাসার সামনে থেকে মিছিলটি বের হয়ে শিকারমঙ্গল বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসায় এসে শেষ হয়।
এসময় মাদ্রাসা ছাত্রের উপর হামলার তীব্র নিন্দা ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান শিক্ষার্থীরা।
এদিকে মাদ্রাসা ছাত্রের উপর হামলার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম।
অভিযোগ ও মাদ্রাসা সূত্রে জানা যায়,বেশকিছুদিন যাবৎ শিকারমঙ্গল এলাকার খলিল মৃধার ছেলে মোঃ শাকিল মৃধা (২৫), জীবন ঢালীর ছেলে আসাদ ঢালী (২৬),বাশার আকনের ছেলে জীবন (২৪),হাকিম বেপারীর ছেলে হাসানাত বেপারী (১৯), ইমাম বেপারীর ছেলে সাবিত (২২), কামাল বেপারীর ছেলে নাইম (২৪), সাইদুল আকনের ছেলে তৌফিক (২৩) ও হানিফ (২৩) সহ বেশ কিছু খারাপ প্রকৃতির লোক রাশিদিয়া আলিম মাদ্রাসার মেয়েদেরকে বিরক্ত করে আসছিল।তাদের এসব কর্মকান্ডের প্রতিবাদ করে মাদ্রাসায় দশম শ্রেণীর ছাত্র আবু সায়েম।এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার দুপুরে মাদ্রাসার অর্ধ বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় শিক্ষার্থী আবু সায়েমের উপর হামলা চালায় অভিযুক্তরা। এসময় হাতুড়ি দিয়া তার শরীরের বিভিন্নস্থানে আঘাত করে ফেলে চলে যায় হামলাকারীরা। পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।উক্ত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম সোহেল রানা বলেন,”মাদ্রাসা ছাত্রের উপর হামলার ঘটনায় একটি লিখিত পেয়েছি।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”