শরিফ ওসমান হাদির বক্তব্য: নতুন বাংলাদেশ ও ভারতীয় আধিপত্যবাদ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সোমবার (৮ সেপ্টেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আয়োজিত ‘নতুন বাংলাদেশ প্রশ্নে মীমাংসার সিলসিলা’ শীর্ষক এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তার বক্তব্যের মূল বিষয়বস্তুগুলো হলো:
- গণ-অভ্যুত্থানের ফলাফল: হাদি বলেন যে, জুলাই গণ-অভ্যুত্থান অনেক প্রশ্নের সমাধান করার কথা ছিল, কিন্তু ‘নতুন বাংলাদেশ কেমন হবে’—এই বিষয়টি এখনো আলোচনার বাইরে।
- ঐতিহাসিক প্রেক্ষাপট: তিনি ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ২০২৪ সালের আন্দোলনকে বিবেচনা করার ওপর জোর দেন। তার মতে, ১৯৭১ সালের পর ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী লীগের কারণে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি।
- সমন্বয় ও প্রতিরোধ: হাদি উল্লেখ করেন যে, ১৯৪৭, ১৯৭১ বা ২০২৪ সালের কোনো ঘটনাই একে অপরের বিরোধী নয়, বরং এসব ঐতিহাসিক প্রশ্নগুলো নতুন করে মীমাংসা করা প্রয়োজন। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যদি ভারতীয় আধিপত্যবাদের কোনো শক্তি মাথাচাড়া দেয়, তবে তার বিরুদ্ধে প্রতিরোধ কেমন হবে, তা নিয়ে ভাবতে হবে।
- তরুণ প্রজন্মের প্রতি আহ্বান: তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের মতামত জানতে চেয়েছেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইলহামের উপদেষ্টা মো. হারুন অর রশিদ এবং অর্গানাইজেশন অব ডিজাস্টার ম্যানেজমেন্টের উপদেষ্টা ড. হাফিজ আশরাফুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।