মালদহে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ, তৃণমূল ছাত্রনেতা গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের মালদহ জেলার চাঁচল এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত এক তৃণমূল ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে। এর আগেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বিষয়টি প্রকাশ্যে আসার পর তৃণমূল ছাত্র পরিষদ জানিয়েছে, অভিযোগপ্রাপ্ত সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
কয়েকদিন আগে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদের সময় কেন্দ্রের সেনাবাহিনী ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ ভেঙে দেয়। ওই বিক্ষোভে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, বিক্ষোভকারীদের হাতে বিজেপির প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি জ্বালানোর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পুড়িয়ে দেয়া হয়েছে।
ঘটনার প্রতিবাদে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা রবীন্দ্র সদন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। মিছিলে প্রবেশের অনুমতি না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।