Hi

০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

“ঝিনাইদহের হৃদয় থেকে আওয়াজ উঠল—আমাদের রেল চাই!”

ঝিনাইদহ শহরে রেলপথ সংযোগের দাবিতে সোমবার শহরের পায়রা চত্বরে এক গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “ঝিনাইদহ শহর রেলপথ চাই বাস্তবায়ন পরিষদ” এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আরিফা ইয়াসমিন লিম্পা, সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম, প্রকাশনা সম্পাদক জয়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন এবং প্রচার ও প্রকাশনা বিভাগের আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা জানান, ঢাকা থেকে মাগুরা পর্যন্ত রেললাইনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সেখান থেকে যশোর হয়ে খুলনা পর্যন্ত রেল সংযোগ স্থাপন পরিকল্পনায় রয়েছে। অথচ, ঝিনাইদহ শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার সংযোগ দিলেই এই রেলপথটি ঝিনাইদহ শহরকে সংযুক্ত করা সম্ভব।

তারা আরও বলেন, দীর্ঘ এক দশক ধরে এই দাবি নিয়ে আন্দোলন চললেও এখনো তা বাস্তবায়ন হয়নি। সরকারের বিভিন্ন পর্যায়ে একাধিকবার বৈঠক হয়েছে এবং আশ্বাসও মিলেছে, তবে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঝিনাইদহ শহরের রেল সংযোগ না হলে জেলা আর্থ-সামাজিক উন্নয়ন থেকে পিছিয়ে পড়বে। অবকাঠামোগত উন্নয়ন থমকে যাবে, যা জেলার দীর্ঘমেয়াদি অগ্রগতিকে ব্যাহত করবে। তাই দ্রুততম সময়ের মধ্যে ঝিনাইদহ শহরের রেল সংযোগ বাস্তবায়নের দাবি জানানো হয়।

ট্যাগ :

মৃত্যুর পর মৃত ব্যক্তির আর্তনাদ: হৃদয় বিদারক বাস্তবতা তুলে ধরলেন দুধরচকী

© ২০১৫ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত , বিডি২৪ লিমিটেড ।
কারিগরি সহযোগিতায়ঃ Meghna Host

“ঝিনাইদহের হৃদয় থেকে আওয়াজ উঠল—আমাদের রেল চাই!”

আপডেট : ০৮:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ঝিনাইদহ শহরে রেলপথ সংযোগের দাবিতে সোমবার শহরের পায়রা চত্বরে এক গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “ঝিনাইদহ শহর রেলপথ চাই বাস্তবায়ন পরিষদ” এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আরিফা ইয়াসমিন লিম্পা, সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম, প্রকাশনা সম্পাদক জয়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন এবং প্রচার ও প্রকাশনা বিভাগের আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা জানান, ঢাকা থেকে মাগুরা পর্যন্ত রেললাইনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সেখান থেকে যশোর হয়ে খুলনা পর্যন্ত রেল সংযোগ স্থাপন পরিকল্পনায় রয়েছে। অথচ, ঝিনাইদহ শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার সংযোগ দিলেই এই রেলপথটি ঝিনাইদহ শহরকে সংযুক্ত করা সম্ভব।

তারা আরও বলেন, দীর্ঘ এক দশক ধরে এই দাবি নিয়ে আন্দোলন চললেও এখনো তা বাস্তবায়ন হয়নি। সরকারের বিভিন্ন পর্যায়ে একাধিকবার বৈঠক হয়েছে এবং আশ্বাসও মিলেছে, তবে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঝিনাইদহ শহরের রেল সংযোগ না হলে জেলা আর্থ-সামাজিক উন্নয়ন থেকে পিছিয়ে পড়বে। অবকাঠামোগত উন্নয়ন থমকে যাবে, যা জেলার দীর্ঘমেয়াদি অগ্রগতিকে ব্যাহত করবে। তাই দ্রুততম সময়ের মধ্যে ঝিনাইদহ শহরের রেল সংযোগ বাস্তবায়নের দাবি জানানো হয়।