আজ কেরানীগঞ্জ শুভাঢ্যা খাল পরিদর্শনে আসেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা রেজোয়ানা হাসান তিনি আজ সকালে কেরানীগঞ্জের পুরোনো এই খালটি সরেজমিনে ঘুরে দেখেন।তিনি বলেন, শুভাঢ্যা খাল বাংলাদেশ সেনাবাহিনী খনন করবেন, এখানে অনেক যায়গায় খালের প্রবাহ নেই,ময়লায় ভরে গেছে,নতুন খালও কাটতে হবে। খালের পাশ বাধাই করতে হবে।সরেজমিনে দেখা যায়, ভরাট হয়ে গেছে এই খালটি,কোথাও দখল করে ঘর বাড়ি নির্মাণ করেছে।
সরেজমিন আরো দেখা যায় ১৪ কিলোমিটারের খালটি মৃত্যুপ্রায়। উপদেষ্টা বলেন, এই খালটি খননের উদ্যোগ নিয়েছে সরকার।৩১৭ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি শুধু মাটি কাটা নয় এখানে খালের দুই পাশে রাস্তা করে দেয়ার কথা বলেছেন এই উপদেষ্টা। তিনি বলেন, সরেজমিনে দেখতে এসেছি প্রকল্পটি আমরা পাস করে দিয়েছি শিগ্রই কাজ শুরু করা যাবে।