সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির অংশ হিসেবে মাদারীপুরের কালকিনিতেও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। শতভাগ পদোন্নতি, সময়মতো বেতন স্কেল বৃদ্ধি এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে এই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
বুধবার (২৮ মে) সকাল থেকে কালকিনি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের শ্রেণীকক্ষে অনুপস্থিত থাকতে দেখা যায়। শিক্ষকরা লাইব্রেরিতে বসে সময় কাটাচ্ছেন, যার ফলে শিক্ষার্থীরা অলস সময় কাটাচ্ছে এবং তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
“সহকারী শিক্ষক ঐক্য পরিষদ”-এর ব্যানারে শিক্ষকরা তাদের তিন দফা দাবি আদায়ে এই কর্মবিরতি পালন করছেন। তাদের দাবিগুলো হলো: কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে প্রজ্ঞাপন জটিলতা নিরসন।
শিক্ষার্থীরা জানায়, শিক্ষক না থাকায় তাদের লেখাপড়ায় সমস্যা হচ্ছে। ১২৫ নং এনায়েতনগর বাঁশগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “আমরা শিক্ষক সমাজ সর্বদা অবহেলিত। আমরাও চাই ক্লাসে ফিরে যেতে। তাই সরকারের প্রতি অনুরোধ দ্রুত আমাদের দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হোক। নয়তো দাবি আদায় না হলে আমরা এ কর্মসূচি অব্যাহত রাখব।”
এ বিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।