Hi

০৮:০০ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৩০ মে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

  • কাজল খান
  • আপডেট : ০৮:৩৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৬১৩ জন দেখেছে

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ মে (২০২৫) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া বাজারে এক বিশেষ দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি ৯নং ওয়ার্ড, ২ নং জামাল ইউনিয়ন বিএনপি, কালীগঞ্জ, ঝিনাইদহের উদ্যোগে পরিচালিত হবে।

এই কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। এছাড়াও, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খাবার বিতরণ করা হবে। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, জিয়াউর রহমানের আদর্শ ও জনসেবার প্রতি তাদের অঙ্গীকারের অংশ হিসেবে এই ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হয়। তারা আশা করছেন, এই কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ ও দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ বিল্লাল মন্ডল উপস্থিত ছিলেন। তারা এই কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান একসঙ্গে গাজার পথে এগোচ্ছে: শহিদুল আলম

৩০ মে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

আপডেট : ০৮:৩৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ মে (২০২৫) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া বাজারে এক বিশেষ দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি ৯নং ওয়ার্ড, ২ নং জামাল ইউনিয়ন বিএনপি, কালীগঞ্জ, ঝিনাইদহের উদ্যোগে পরিচালিত হবে।

এই কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। এছাড়াও, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খাবার বিতরণ করা হবে। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, জিয়াউর রহমানের আদর্শ ও জনসেবার প্রতি তাদের অঙ্গীকারের অংশ হিসেবে এই ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হয়। তারা আশা করছেন, এই কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ ও দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ বিল্লাল মন্ডল উপস্থিত ছিলেন। তারা এই কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন।