Hi

০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহের পবহাটিতে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত

ঝিনাইদহের পবহাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। এই উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহিদুল ইসলাম মনা।

স্থানীয় বিএনপি কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলের পর দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম মনা শহীদ জিয়ার কর্মময় জীবন ও দেশের প্রতি তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও জনদরদী নেতা। তিনি দেশের স্বাধীনতা ও জনগণের কল্যাণে সর্বদা আত্মনিয়োগ করেছেন।” তিনি আরও বলেন, “আজকে এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং তার আদর্শকে অনুসরণ করার অঙ্গীকার করছি।”

অনুষ্ঠানে অন্যান্য স্থানীয় বিএনপি নেতারাও বক্তব্য রাখেন এবং শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও দেশ গড়ার স্বপ্ন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বিএনপি শহীদ জিয়ার দেখানো পথ ধরেই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাবে।

খাবার বিতরণ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষেরা অংশগ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান একসঙ্গে গাজার পথে এগোচ্ছে: শহিদুল আলম

ঝিনাইদহের পবহাটিতে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত

আপডেট : ০৮:৪৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ঝিনাইদহের পবহাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। এই উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহিদুল ইসলাম মনা।

স্থানীয় বিএনপি কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলের পর দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম মনা শহীদ জিয়ার কর্মময় জীবন ও দেশের প্রতি তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও জনদরদী নেতা। তিনি দেশের স্বাধীনতা ও জনগণের কল্যাণে সর্বদা আত্মনিয়োগ করেছেন।” তিনি আরও বলেন, “আজকে এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং তার আদর্শকে অনুসরণ করার অঙ্গীকার করছি।”

অনুষ্ঠানে অন্যান্য স্থানীয় বিএনপি নেতারাও বক্তব্য রাখেন এবং শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও দেশ গড়ার স্বপ্ন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বিএনপি শহীদ জিয়ার দেখানো পথ ধরেই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাবে।

খাবার বিতরণ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষেরা অংশগ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।