পূর্ব শত্রুতার জেরে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুরই উনিয়নের ৬নং ওয়ার্ড ফটিকখালি গ্রামের ৩০ শতাংশ জমির পটল ক্ষেতের গোড়া কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ জুন ) রাতের এ ঘটনায় পথে বসেছেন রশিদুল নামে এক দরিদ্র কৃষক।
এতে প্রায় দের থেকে দুই লক্ষ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী চাষি রশিদুলসহ অনান্যরা । বুধবার সরেজমিনে সকালে ওই চাষির কৃষি জমিতে গিয়ে দেখা যায়, মাথায় হাত দিয়ে আহাজারি করছেন ।
স্থানীয়রা জানান, ১০ তারিখ মঙ্গলবার দিবাগত রাতে রশিদুল কৃষকের রোপণকৃত পটল ক্ষেতের গোড়া কেটে দিয়েছে কে বা কারা।
ভুক্তভোগী রশিদুল জানান, ৩০ শতাংশ জমিতে পটল রোপন করেছিলাম। আনুমানিক জমিতে চাষাবাদে প্রায় ৩০-৪০ হাজার টাকা খরচ করেছি। আশা করেছিলাম সব মিলে দেড় থেকে দুই লক্ষ টাকা বিক্রি করব। তিনি আরও জানান, এই জমি নিয়ে স্থানীয় ইসরাইল নামে এক ব্যক্তির সাথে পূর্ব থেকে বিরোধ ছিল আমাদের। আমরা ধারণা করছি ইসরাইল ই এই কাজটি করেছে। এ ঘটনায় আইনের আশ্রয় নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে প্রতিবেদককে জানান, ওই ক্ষতিগ্রস্ত কৃষক।