ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত, ব্যাপক আতঙ্ক
ইরানের ছোঁড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে। এতে ছয়জন নিহত এবং অন্তত ২০০ জন আহত হয়েছেন বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে।
সবচেয়ে গুরুতর খবর এসেছে বাট ইয়াম শহর থেকে, যেখানে একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ৩৫ জন নিখোঁজ হন। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার মধ্যরাত থেকে রোববার ভোরের মধ্যে উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান দুই দফায় এই হামলা চালায়।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ তেল আবিবের কাছে বাট ইয়ামের একটি ঘনবসতিপূর্ণ ভবনে হামলার পর থেকে ৩৫ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে এবং তারা দ্রুত উদ্ধার কাজ চালাচ্ছেন।
ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (MDA) এক বিবৃতিতে জানিয়েছে যে, শনিবার রাতের হামলায় অন্তত ২০০ জন আহত হয়েছেন।
তেল আবিবের ইচিলোভ মেডিকেল সেন্টার জানিয়েছে, ২৫ জন আহত রোগী তাদের হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে একজন শিশু, তিনজনের অবস্থা মাঝারি এবং বাকিরা শঙ্কামুক্ত। হাইফার রামবাম মেডিকেল সেন্টার জানিয়েছে, ১৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের বেশিরভাগের আঘাত মাঝারি থেকে হালকা। আটজন মানসিক আঘাত (উদ্বেগ) ভুগছেন। ইচিলোভ হাসপাতাল আরও জানিয়েছে, সর্বশেষ পাঁচজন নতুন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে একজন মাঝারি এবং চারজন হালকা আঘাত পেয়েছেন।
এই হামলার পর ইসরায়েলি নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শহরে সাইরেন বেজে উঠলে লক্ষাধিক মানুষ বাঙ্কারে আশ্রয় নেয়।
আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে যে, এই হামলা কি একটি বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো সরকারি প্রতিশোধমূলক প্রতিক্রিয়া আসেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, যেকোনো সময় ইসরায়েল পাল্টা পদক্ষেপ নিতে পারে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে।