পুঠিয়ায় ক্লুলেস হত্যা মামলার অন্যতম আসামি র্যাব-৫ এর হাতে আটক
রাজশাহী ব্যুরো:
রাজশাহীর পুঠিয়ায় ভুট্টাক্ষেতে গৃহিণীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফিরোজ (২৫) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকার সাভার থানার কলমা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ পুঠিয়া থানার উজালপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে।
ঘটনার সূত্র
গত ২৬ মে বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে পালিত ছাগল আনার জন্য উজালপুর বিলে যান ভিকটিম। পরে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যায় খোঁজা-খুঁজির এক পর্যায়ে ভিকটিমের ছেলে এরশাদ দেখতে পান, ছাগল দুটি বাঁধা আছে কিন্তু তার মা নিখোঁজ।
এসময় এজাহারে উল্লেখিত ছয়জনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ইদ্রিসের ভুট্টাক্ষেতে ওড়না দিয়ে মুখ ও গলা পেঁচানো অবস্থায় গৃহিণীর লাশ উদ্ধার করা হয়। নিহতের ছেলে লাশটি তার মায়ের বলে সনাক্ত করেন।
তদন্ত ও গ্রেফতার
ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। এ মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বিষয়টি দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।
আসামিদের গ্রেফতারে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ও র্যাব-৪ এর সিপিসি-২ সাভার ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল সাভারের কলমা এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।