ঝিনাইদহে গান্না ইউনিয়ন বিচিত্রা’র আয়োজনে আন্তঃকুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজেস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে আন্তঃকুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গান্না ইউনিয়ন “বিচিত্রা” সংগঠনের আয়োজনে ২৮ শে আগস্ট বৃহস্পতিবার রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আমজাদ হোসেন, প্রধান শিক্ষক আনন্দ কুমার এবং গান্না ইউনিয়ন বিচিত্রার সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান কে.পি. হাসান।
সাংবাদিক উজ্জ্বল রায়ের সৌজন্যে এ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে আয়োজকরা।