কোটচাঁদপুর শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে জীবননগরে সমৃদ্ধি কর্মসূচির ফ্রি চক্ষু ক্যাম্প
রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কে ডি কে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে অনুষ্ঠিত হলো ফ্রি চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন কার্যক্রম।
মঙ্গলবার সমৃদ্ধি কর্মসূচি কোটচাঁদপুর শাখার আয়োজনে ও শিশু নিলয় ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচি অনু্ষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে ২৪৮ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৩৪ জন ছানি রোগীকে শনাক্ত করে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আসিফ আহসান খান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সংস্থার পরিচালক (এসডিপি) রোজিনা আক্তার ও উপ-পরিচালক শেখ জাহাঙ্গীর আলী।
প্রধান অতিথি আসিফ আহসান খান তাঁর বক্তব্যে বলেন, সমৃদ্ধি কর্মসূচির মূল লক্ষ্য হলো মানুষের জীবনমান উন্নয়ন করা। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা ও সামাজিক উন্নয়ন—সব ক্ষেত্রেই আমরা কাজ করে যাচ্ছি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পাচ্ছেন।
এসময় বিশেষ অতিথিরা জানান, গ্রামীণ জনপদের মানুষ চিকিৎসা সেবার সুযোগ থেকে প্রায়ই বঞ্চিত হন। এ ধরনের কার্যক্রম তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এসময় চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন,আমরা গ্রামের মানুষ শহরে গিয়ে চিকিৎসা করাতে পারি না। এখানে বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি।”
আয়োজকরা জানান, সমৃদ্ধি কর্মসূচির আওতায় শুধু চক্ষু চিকিৎসা নয়, বরং স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্যানিটেশন ও সামাজিক উন্নয়নমূলক আরো নানা কার্যক্রম ভবিষ্যতে নিয়মিতভাবে বাস্তবায়ন করা হবে।