ঝিনাইদহে ৪৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন
নিরাপত্তা, শৃঙ্খলা ও সৌহার্দ্যের আবহে উদযাপিত হবে সার্বজনীন উৎসব
রফিক মন্ডল, স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলায় এ বছর ৪৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গত বছরের তুলনায় এবারের আয়োজন আরও বর্ণাঢ্য হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়,
- সদর উপজেলায় ১০৯টি,
- কালীগঞ্জে ১০১টি,
- কোটচাঁদপুরে ৪৬টি,
- শৈলকুপায় ১২৫টি,
- হরিণাকুণ্ডুতে ২৭টি এবং
- মহেশপুরে ৪৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও সাংবাদিকরা।
বক্তারা বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসব। তাই এ উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়— পূজা চলাকালে প্রতিটি মণ্ডপে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল। এছাড়া প্রতিটি মণ্ডপে থাকবে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ।
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ইতোমধ্যেই ঝিনাইদহে বইতে শুরু করেছে উৎসবের আমেজ। জেলা প্রশাসক আশা প্রকাশ করেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে এ উৎসবকে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হবে।