Hi

০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

  • আপডেট : ০৮:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৬ জন দেখেছে

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

মোঃ রাহিজুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওবাইদ ইসলাম হামিম (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হামিম ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কেজি পাড়ার বাসিন্দা নাভিদ ইসলাম হিমেলের ছেলে। সে ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বৃহস্পতিবার হামিম তার নানা বাড়ি যান জয়মনিরহাট ইউনিয়নের সড়ককাটা গ্রামে। শনিবার সকালে সাইকেল চালিয়ে সড়ককাটা বাজার এলাকায় (ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক) রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটো তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হামিমকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

হামিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “ঘটনার বিষয়ে কেউ এখনও থানায় অভিযোগ জানায়নি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

লেখক সম্পর্কে তথ্য

পলাতক হাসিনার জন্মদিন পালন ও গোপন বৈঠক, কলেজ অধ্যক্ষ বেলাল গ্রেফতার

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৮:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

মোঃ রাহিজুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওবাইদ ইসলাম হামিম (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হামিম ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কেজি পাড়ার বাসিন্দা নাভিদ ইসলাম হিমেলের ছেলে। সে ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বৃহস্পতিবার হামিম তার নানা বাড়ি যান জয়মনিরহাট ইউনিয়নের সড়ককাটা গ্রামে। শনিবার সকালে সাইকেল চালিয়ে সড়ককাটা বাজার এলাকায় (ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক) রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটো তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হামিমকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

হামিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “ঘটনার বিষয়ে কেউ এখনও থানায় অভিযোগ জানায়নি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”