সমাজসেবামূলক কর্মকাণ্ডে পাঁচ বছর পূর্ণ করল ঝিনাইদহের অরাজনৈতিক সংগঠন ‘প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন’। এ উপলক্ষে শহরের আহার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় দিনব্যাপী নানা আয়োজনে পূর্ণ এক উৎসবমুখর প্রতিষ্ঠাবার্ষিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবদুল কাদের। তিনি বলেন, “প্রগতি যেভাবে যুবসমাজকে ইতিবাচক কর্মে উদ্বুদ্ধ করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আস-সুন্নাহ ট্রাস্টের উচ্চতর দাওয়াহ বিভাগের বিভাগীয় প্রধান শায়েখ মুশাহিদ আলী চমক পুরী। তিনি বলেন, “প্রগতি যে ভাবে ইসলামী মূল্যবোধকে কেন্দ্র করে সমাজে পরিবর্তনের চেষ্টা করছে, তা আগামীর সম্ভাবনার দ্বার উন্মোচন করে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার হাসানুজ্জামান, সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মহিদুল ইসলাম, উপদেষ্টা মোঃ সাইদুর রহমান, হাফেজ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সাজিদ মাহমুদ। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “পাঁচ বছরের পথচলা ছিল চ্যালেঞ্জে ভরা, কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পেরেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।”
তিনি গত বছরের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করেন। এ সময় তিনি প্রগতির শরীয়াহ বোর্ডের নতুন কমিটি ঘোষণা করেন, যা সংগঠনের ইসলামী মূল্যবোধভিত্তিক কর্মকাণ্ডে নৈতিক দিকনির্দেশনা প্রদান করবে।
অনুষ্ঠানে সংগঠনের আগামী দুই বছরের জন্য কার্যকরী কমিটিও ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন সাজিদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাকিন আব্দুল্লাহ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন উপদেষ্টা হাফেজ আব্দুল্লাহ আল মাসুদ। অতিথিবৃন্দ প্রগতির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং সংগঠনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ঝিনাইদহের মানুষের প্রত্যাশা, প্রগতির এই পাঁচ বছরের পথচলা হয়ে উঠুক আগামীর আলোকবর্তিকা।