Hi

০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বন্ধু সংগ্রহ সফলভাবে সম্পন্ন

  • আপডেট : ১১:২৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৫৬৭ জন দেখেছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বন্ধু সংগ্রহ সফলভাবে সম্পন্ন

মোঃ আল-আমীন শেখ
শিক্ষার্থী ইংরেজি বিভাগ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধু সভার উদ্যোগে দুই দিনব্যাপী বন্ধু সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র জয় বাংলা চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নানা ব্যানার, পোস্টার এবং স্লোগানে মুখর ছিল চত্বরটি।

বন্ধু সভা প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটির নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে পাঠচক্র, ইংলিশ স্পিকিং, বিতর্ক, কবিতা আবৃতি, বনভোজন ও বাৎসরিক ট্যুর। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্ধুসভা নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে থাকে, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এবং প্রতি ঈদে “সহমর্মিতার ঈদ” শীর্ষক উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

এবারের দুই দিনব্যাপী বন্ধু সংগ্রহ কর্মসূচিকে ঘিরে বিশ্ববিদ্যালয় অঙ্গনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে বন্ধুসভার কার্যক্রম আরও ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। তারা বিশ্বাস করেন, শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা, সামাজিক সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের কার্যক্রম বিশেষ ভূমিকা রাখবে।

শিক্ষার্থীরাও নিজেদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে জানান, বিশ্ববিদ্যালয় জীবনে কেবল পাঠ্যপুস্তকের জ্ঞানই যথেষ্ট নয়; সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে বাস্তব জীবন ও মানবিকতার শিক্ষা গ্রহণ করা যায়। বন্ধুসভা সেই সুযোগকে আরও সুদৃঢ় করে তুলছে।

সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বন্ধুসভার মতো সংগঠন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তোলার পাশাপাশি তাদেরকে আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত করে তুলছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বন্ধু সংগ্রহ সফলভাবে সম্পন্ন

আপডেট : ১১:২৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বন্ধু সংগ্রহ সফলভাবে সম্পন্ন

মোঃ আল-আমীন শেখ
শিক্ষার্থী ইংরেজি বিভাগ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধু সভার উদ্যোগে দুই দিনব্যাপী বন্ধু সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র জয় বাংলা চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নানা ব্যানার, পোস্টার এবং স্লোগানে মুখর ছিল চত্বরটি।

বন্ধু সভা প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটির নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে পাঠচক্র, ইংলিশ স্পিকিং, বিতর্ক, কবিতা আবৃতি, বনভোজন ও বাৎসরিক ট্যুর। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্ধুসভা নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে থাকে, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এবং প্রতি ঈদে “সহমর্মিতার ঈদ” শীর্ষক উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

এবারের দুই দিনব্যাপী বন্ধু সংগ্রহ কর্মসূচিকে ঘিরে বিশ্ববিদ্যালয় অঙ্গনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে বন্ধুসভার কার্যক্রম আরও ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। তারা বিশ্বাস করেন, শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা, সামাজিক সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের কার্যক্রম বিশেষ ভূমিকা রাখবে।

শিক্ষার্থীরাও নিজেদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে জানান, বিশ্ববিদ্যালয় জীবনে কেবল পাঠ্যপুস্তকের জ্ঞানই যথেষ্ট নয়; সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে বাস্তব জীবন ও মানবিকতার শিক্ষা গ্রহণ করা যায়। বন্ধুসভা সেই সুযোগকে আরও সুদৃঢ় করে তুলছে।

সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বন্ধুসভার মতো সংগঠন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তোলার পাশাপাশি তাদেরকে আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত করে তুলছে।