কোটচাঁদপুরের সন্তান রফিক মন্ডলের ১১ বছর পর ডঃ মুজাম্মিল হকের সঙ্গে আবেগঘন সাক্ষাৎ
কোটচাঁদপুর প্রতিনিধি :
১১ বছর পর মহিমান্বিত ব্যক্তিত্ব, সমাজ সংস্কারক ও জ্ঞানচর্চার দিশারী ডঃ মুজাম্মিল হকের সঙ্গে সাক্ষাত হলো কোটচাঁদপুরের সন্তান রফিক মন্ডলের। দীর্ঘদিন পর এ সাক্ষাতে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
মার্জিত কথাবার্তা, ভদ্রতা ও কর্মগুণে সমাজে অনন্য উচ্চতায় অবস্থান করছেন ডঃ মুজাম্মিল হক। তাকে জীবন্ত কিংবদন্তি, সমাজ আলোকিত করার আলোকবর্তিকা এবং মানবতার পরমবন্ধু হিসেবে উল্লেখ করেন রফিক মন্ডল।
সাক্ষাতে ডঃ মুজাম্মিল হক ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি অফুরন্ত স্নেহ প্রদর্শন করেন। আবেগঘন আলিঙ্গনে ভেসে যান রফিক মন্ডল। এসময় তিনি অশেষ দোয়া করেন এবং অতীতের স্মৃতিচারণ করেন।
রফিক মন্ডল বলেন, “এত বছর পর সাক্ষাৎ পেয়ে হৃদয়ে অনাবিল প্রশান্তি পেয়েছি। তার স্নেহ, দোয়া ও ভালোবাসা আমার জীবনের মহামূল্যবান প্রাপ্তি।”
শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, “পরম দয়াময় আল্লাহ ডঃ মুজাম্মিল হককে সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াতে তাইয়্যাবা নসিব করুন।”
০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়া:
কোটচাঁদপুরের সন্তান রফিক মন্ডলের ১১ বছর পর ডঃ মুজাম্মিল হকের সঙ্গে আবেগঘন সাক্ষাৎ
জনপ্রিয়