হাইকোর্টের রায় ও প্রজ্ঞাপনের পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেওয়ায় ফুঁসে উঠেছে নগরবাসী। টানা তিন দিন ধরে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
শনিবার (১৭ মে) সকাল ১০টায় নগর ভবনের সামনে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। এরপর একটি বিশাল বিক্ষোভ মিছিল নগর ভবন থেকে শুরু হয়ে সচিবালয় ও প্রেস ক্লাব ঘুরে ফের নগর ভবনের সামনে এসে শেষ হয়।
নগর ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিক্ষুব্ধ ঢাকাবাসীর পক্ষে কর্মসূচি ঘোষণা করেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তিনি জানান, আগামীকাল (১৮ মে) আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এমনকি তাদের যেখানে পাওয়া যাবে, সেখানে প্রতিহত করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভের ঘোষণা আসে। সচিবালয়ের দিকে নগরবাসীর মিছিল রওনা হওয়ার আগে থেকেই নগর ভবনের সামনে হাজার হাজার মানুষ জমায়েত হতে শুরু করে। এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই পুলিশও সতর্ক অবস্থানে ছিল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবারও একই দাবিতে নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন নগরীর বাসিন্দারা। সেদিন দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও নগরবাসীর সাথে একাত্মতা প্রকাশ করেন।
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে। তবে আন্দোলনকারীরা বলছেন, এখনো পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা ইশরাককে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গতকালও বিক্ষোভ করেছেন।
শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নগরবাসী বলছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেন তাকে এখনো শপথ করানো হয়নি, তার ব্যাখ্যা চান তারা। তাদের দাবি, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, মশামুক্ত এবং দুর্নীতিমুক্ত ঢাকা গড়তে ইশরাকের মতো জনবান্ধব মেয়র প্রয়োজন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাওয়ার এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে, ঢাকাবাসীর এই আন্দোলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন। সকাল থেকেই তারা তাদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে কর্মসূচিতে অংশ নেন এবং নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দেন। নগর ভবনের নিচ তলায় মঞ্চ তৈরি করে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচিতে ঢাকার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।