ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ছাত্র সাম্য হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থা ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রবিবার (১৮ মে ২০২৫) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা এই আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে অধ্যাপক হোসনে আরা বেগম জানান, তারা সাম্য হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচারের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসেছিলেন। উপদেষ্টা তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং নোট নিয়েছেন। তিনি তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।
সাম্যের বন্ধু এসএস নাহিন ইসলাম জানান, শাহবাগ থানাকে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হলেও আশানুরূপ অগ্রগতি হয়নি। পাঁচ দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের ধরা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবিকে তদন্ত হস্তান্তরের আশ্বাস দিয়েছেন এবং আইন মন্ত্রণালয় বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করবে বলে জানিয়েছে।
নাহিন আরও বলেন, তারা কিছুটা আশ্বস্ত হলেও মূল আসামিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা পর্যন্ত পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না। পরবর্তী কর্মসূচি ক্যাম্পাসে আলোচনা করে নির্ধারণ করা হবে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার সদিচ্ছার প্রতি তারা আস্থা রাখতে চান।
ভিসি মহোদয়ের পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ক্যাম্পাসে বিভিন্ন মহল সুযোগ নিচ্ছে এবং তাদের দাবি জানাচ্ছে। তবে তাদের মূল দাবি সাম্যের বিচার। কর্মসূচি প্রত্যাহার বা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা সহপাঠীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। রিমান্ডের ছয় দিন শেষ হওয়ার পর তারা আরও কঠোর হবেন কিনা, তা বিবেচনা করবেন।
আল্টিমেটাম থেকে সরে যাচ্ছেন কিনা, এমন প্রশ্নের জবাবে নাহিন বলেন, আল্টিমেটাম দৃশ্যমান অগ্রগতির জন্য দেওয়া হয়েছিল। যেহেতু ডিবি তদন্ত করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে, তাই তারা ইতিবাচক কিছুর প্রত্যাশা করছেন।