জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় র্যাব-৫ এর বিশেষ অভিযানে কষ্টি পাথরের মূল্যবান একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
আজ ১৬ জুন সোমবার দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত সায়েদ আলী মন্ডলের পুত্র বাবুল হোসেন (৬৯) এবং পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মোরছালিন সরকার (২৩)।
এর আগে গত ১৫ জুন রোববার দুপুরে উপজেলার দানেজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা রোববার দুপুরে উপজেলার দানেজপুর এলাকায় অভিযান পরিচালনা করে মূল্যবান কালো পাথরের বিষ্ণুমূর্তি (কষ্টিপাথর) উদ্ধার করে। আটককৃত ব্যক্তিদ্বয় দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে এসব কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করত বলে র্যাব জানিয়েছে।
আটককৃতদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।