Hi

০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করা যাবে না: পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক জোর দিয়ে বলেছেন যে, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না।

রাঙ্গামাটিতে ‘দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় পার্বত্য সচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, মাঠপর্যায়ে দপ্তর ও সংস্থার কার্যক্রমে যুক্ত হওয়ার মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে।

পার্বত্য সচিব আরও উল্লেখ করেন, পাহাড়ের চূড়ায় সরকারি অনুমতি ছাড়া কোনো বহুতল ভবন নির্মাণ করা যাবে না। পর্যটন শিল্পের প্রয়োজনে পাহাড়ে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রকৃতির নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।

উল্লেখ্য, দক্ষতা বাড়ানোর লক্ষ্যে রাঙ্গামাটিতে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ৩২ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে তারা গতকাল সরেজমিন রাঙ্গামাটি পরিদর্শন করেন।

কর্মশালা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার সভাপতিত্ব করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার এবং উপসচিব মোহাম্মদ সামছুল হক প্রশিক্ষণে মডারেটরের দায়িত্ব পালন করেন।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

শিক্ষকদের পায়ে ফুল, আর সেই সঙ্গে ‘শিক্ষাগুরুর মর্যাদা’ নিয়ে ঝড় তোলা পাঠচক্র! ঝিনাইদহ বন্ধুসভার এক অন্যরকম শিক্ষক দিবস উদযাপন, যা মন জয় করেছে সবার! ঝিনাইদহ: ‘শিক্ষাগুরুর মর্যাদা’ নিয়ে কবিতা-আলোচনা!

পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করা যাবে না: পার্বত্য সচিব

আপডেট : ০৩:০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক জোর দিয়ে বলেছেন যে, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না।

রাঙ্গামাটিতে ‘দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় পার্বত্য সচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, মাঠপর্যায়ে দপ্তর ও সংস্থার কার্যক্রমে যুক্ত হওয়ার মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে।

পার্বত্য সচিব আরও উল্লেখ করেন, পাহাড়ের চূড়ায় সরকারি অনুমতি ছাড়া কোনো বহুতল ভবন নির্মাণ করা যাবে না। পর্যটন শিল্পের প্রয়োজনে পাহাড়ে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রকৃতির নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।

উল্লেখ্য, দক্ষতা বাড়ানোর লক্ষ্যে রাঙ্গামাটিতে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ৩২ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে তারা গতকাল সরেজমিন রাঙ্গামাটি পরিদর্শন করেন।

কর্মশালা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার সভাপতিত্ব করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার এবং উপসচিব মোহাম্মদ সামছুল হক প্রশিক্ষণে মডারেটরের দায়িত্ব পালন করেন।