ঝিনাইদহ, ১৭ জুন ২০২৫: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে ১৬টি ককটেলসহ রাজ্জাক মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃত রাজ্জাক মোল্লাকে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের একান্ত অনুগত এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের হিরুর পিতা বলে উল্লেখ করা হচ্ছে। এছাড়া, তাকে নজরুল মোল্লার এজেন্ট হিসেবেও চিহ্নিত করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটক রাজ্জাক মোল্লাকে ঝিনাইদহ আর্মি ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানের ব্যানারের সামনে ককটেলগুলোসহ উপস্থাপন করা হয়েছে। ককটেলগুলো বিভিন্ন রঙের (যেমন: লাল, কালো, হলুদ) এবং সিলিন্ডার আকৃতির।
এই আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্জাক মোল্লার রাজনৈতিক সংশ্লিষ্টতা সামনে আসায়, এই ককটেল উদ্ধারের ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে আলোচনা চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। আটকের পর তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এই ঘটনায় বিএনপি বা ছাত্রদলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে এবং আরও তথ্য পেলে জানানো হবে।