মরিচার সাবেক মেম্বার ‘ডলার মোজাম্মেল’ সহ ৬ জন আটক
বীরগঞ্জ, দিনাজপুর: পঞ্চগড় সেনাবাহিনী অভিযান চালিয়ে ৮০ হাজার জাল মার্কিন ডলারসহ একটি জাল ডলার কেনাবেচা চক্রের ৬ সদস্যকে আটক করেছে। আটককৃতদের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক (৫৫) রয়েছেন, যিনি ‘ডলার মোজাম্মেল’ নামেই পরিচিত।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সেনাবাহিনী এই বিশেষ অভিযান চালায়।
আটককৃত বাকিরা হলেন: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাগদহ দিলালপাড়া গ্রামের আনোয়ার হোসেন ডিপজল (৪২) ও ইয়াসিন আলি (৩২); দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামের সোহেল ইসলাম (৩৪) ও রমেশচন্দ্র বর্মন (৩৫); এবং পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ গ্রামের হোসেন আলী বাবু (৩৬)।
উল্লেখ্য, বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হকের বিরুদ্ধে নকল ডলার সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।