কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা রুপল নিহত
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বালুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নাহিদুল ইসলাম রুপল (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাহিদুল ইসলাম রুপল ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।