Hi

০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংসের সক্ষমতা নেই, বললেন ট্রাম্প

  • আপডেট : ০৫:৩০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৫৫৪ জন দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক, ২০ জুন ২০২৫: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে ইসরায়েলের ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস করার মতো সক্ষমতা নেই। শুক্রবার (২০ জুন) এক প্রেস ব্রিফিংয়ে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “সত্যি বলতে, ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়তো ফোর্দোর সামান্য ক্ষতি করতে পারবে, কিন্তু সম্পূর্ণ ধ্বংস করা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ কেন্দ্রটি অনেক গভীরে অবস্থিত। তাদের সেই ক্ষমতা নেই। তবে আমার মনে হয়, হয়তো এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যেখানে সেটি ধ্বংস করার প্রয়োজন হবে।”

উল্লেখ্য, ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রটি মাটির প্রায় ২৬২ মিটার (৮৬০ ফুট) নিচে অবস্থিত, যা একে প্রচলিত আক্রমণ থেকে নিরাপদ করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কেন্দ্র ধ্বংসে প্রয়োজন অতিশক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমা। বর্তমানে এমন বোমা কেবল যুক্তরাষ্ট্রেরই কাছে রয়েছে।

তবে প্রতিরক্ষা বিশ্লেষক মহল জানিয়েছে, মার্কিনিদের তৈরি ৩০ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমাও ফোর্দোর মতো স্থাপনার বিরুদ্ধে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঝিনাইদহে  হুলস্থুল! আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ‘বিগ শট’ নেতারা হাজতে! পুরনো ‘ভাঙচুর’ মামলায় কাঁপছে রাজনীতি! 

ইসরায়েলের ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংসের সক্ষমতা নেই, বললেন ট্রাম্প

আপডেট : ০৫:৩০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক, ২০ জুন ২০২৫: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে ইসরায়েলের ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস করার মতো সক্ষমতা নেই। শুক্রবার (২০ জুন) এক প্রেস ব্রিফিংয়ে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “সত্যি বলতে, ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়তো ফোর্দোর সামান্য ক্ষতি করতে পারবে, কিন্তু সম্পূর্ণ ধ্বংস করা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ কেন্দ্রটি অনেক গভীরে অবস্থিত। তাদের সেই ক্ষমতা নেই। তবে আমার মনে হয়, হয়তো এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যেখানে সেটি ধ্বংস করার প্রয়োজন হবে।”

উল্লেখ্য, ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রটি মাটির প্রায় ২৬২ মিটার (৮৬০ ফুট) নিচে অবস্থিত, যা একে প্রচলিত আক্রমণ থেকে নিরাপদ করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কেন্দ্র ধ্বংসে প্রয়োজন অতিশক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমা। বর্তমানে এমন বোমা কেবল যুক্তরাষ্ট্রেরই কাছে রয়েছে।

তবে প্রতিরক্ষা বিশ্লেষক মহল জানিয়েছে, মার্কিনিদের তৈরি ৩০ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমাও ফোর্দোর মতো স্থাপনার বিরুদ্ধে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।