Hi

০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘জামায়াতকে অন্তত একবার রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান’, দেশবাসীর প্রতি অধ্যাপক মুজিবুর রহমানের আহ্বান

  • আপডেট : ০৫:৩১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৫৬৫ জন দেখেছে

লালমনিরহাট, ২১ জুন ২০২৫: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “জামায়াতকে অন্তত একবার রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান।” আজ শুক্রবার লালমনিরহাটে দলের দুই দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত নেতা বলেন, “আল্লাহর আইন ছাড়া সুবিচার সম্ভব নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এই ইসলামী বিধান রাষ্ট্রীয়ভাবে কার্যকর না হলে সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “সমাজকে পবিত্র করতে হলে ঘুষ, সুদ, অশ্লীলতা, দুর্নীতি ও সব ধরনের হারাম কাজ রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে হবে। আর সেটি সম্ভব হবে একমাত্র কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই। এজন্য জামায়াতকে অন্তত একবার রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর প্রয়োজন।”


নির্বাচন প্রক্রিয়া নিয়ে সরকারের সমালোচনা

বর্তমান সরকারের নির্বাচন প্রক্রিয়াকে তীব্র ভাষায় আক্রমণ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “২০১৪ সালে নিজের ভোট নিজেরা দিয়েছে, ২০১৮-তে দিনের ভোট রাতে হয়েছে, আর ২০২৪-এ হয়েছে ডামি নির্বাচন। দেশের মানুষ আর এই নাটক দেখতে চায় না।”

তিনি দাবি করেন, “দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকার সে নির্বাচন অনুষ্ঠানে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করুক—আমরা সেটাই চাই।”

নায়েবে আমির বলেন, “আমরা চাই না কোনো সরকার বা প্রশাসন আমাদের পক্ষ নিক, আবার চাই না আমাদের বিরুদ্ধে থাকুক। আমরা নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত।”


আখিরাতের সাফল্যের ওপর জোর

শিক্ষাশিবিরে জামায়াতের সদস্যদের উদ্দেশে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “দুনিয়ার সাফল্য যেমন দরকার, তেমনি আখিরাতের সাফল্যই চূড়ান্ত লক্ষ্য। আমাদের কাজ দুটো দিকেই সফলতা অর্জনের জন্য।”

লালমনিরহাটের আল আরাফা মিলনায়তনে অনুষ্ঠিত দুই দিনের এই শিবিরে আরও বক্তব্য দেন:

  • জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম
  • কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিনঅধ্যাপক মাহবুবুর রহমান বেলাল
  • রংপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার
  • সাবেক জেলা আমির অধ্যাপক আতাউর রহমান
  • জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান
  • জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু

ট্যাগস: জামায়াতে ইসলামী, অধ্যাপক মুজিবুর রহমান, লালমনিরহাট, শিক্ষাশিবির, রাষ্ট্রীয় ক্ষমতা, ইসলামী শাসন, নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, রাজনীতি, বাংলাদেশ।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঝিনাইদহে  হুলস্থুল! আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ‘বিগ শট’ নেতারা হাজতে! পুরনো ‘ভাঙচুর’ মামলায় কাঁপছে রাজনীতি! 

‘জামায়াতকে অন্তত একবার রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান’, দেশবাসীর প্রতি অধ্যাপক মুজিবুর রহমানের আহ্বান

আপডেট : ০৫:৩১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

লালমনিরহাট, ২১ জুন ২০২৫: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “জামায়াতকে অন্তত একবার রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান।” আজ শুক্রবার লালমনিরহাটে দলের দুই দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত নেতা বলেন, “আল্লাহর আইন ছাড়া সুবিচার সম্ভব নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এই ইসলামী বিধান রাষ্ট্রীয়ভাবে কার্যকর না হলে সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “সমাজকে পবিত্র করতে হলে ঘুষ, সুদ, অশ্লীলতা, দুর্নীতি ও সব ধরনের হারাম কাজ রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে হবে। আর সেটি সম্ভব হবে একমাত্র কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই। এজন্য জামায়াতকে অন্তত একবার রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর প্রয়োজন।”


নির্বাচন প্রক্রিয়া নিয়ে সরকারের সমালোচনা

বর্তমান সরকারের নির্বাচন প্রক্রিয়াকে তীব্র ভাষায় আক্রমণ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “২০১৪ সালে নিজের ভোট নিজেরা দিয়েছে, ২০১৮-তে দিনের ভোট রাতে হয়েছে, আর ২০২৪-এ হয়েছে ডামি নির্বাচন। দেশের মানুষ আর এই নাটক দেখতে চায় না।”

তিনি দাবি করেন, “দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকার সে নির্বাচন অনুষ্ঠানে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করুক—আমরা সেটাই চাই।”

নায়েবে আমির বলেন, “আমরা চাই না কোনো সরকার বা প্রশাসন আমাদের পক্ষ নিক, আবার চাই না আমাদের বিরুদ্ধে থাকুক। আমরা নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত।”


আখিরাতের সাফল্যের ওপর জোর

শিক্ষাশিবিরে জামায়াতের সদস্যদের উদ্দেশে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “দুনিয়ার সাফল্য যেমন দরকার, তেমনি আখিরাতের সাফল্যই চূড়ান্ত লক্ষ্য। আমাদের কাজ দুটো দিকেই সফলতা অর্জনের জন্য।”

লালমনিরহাটের আল আরাফা মিলনায়তনে অনুষ্ঠিত দুই দিনের এই শিবিরে আরও বক্তব্য দেন:

  • জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম
  • কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিনঅধ্যাপক মাহবুবুর রহমান বেলাল
  • রংপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার
  • সাবেক জেলা আমির অধ্যাপক আতাউর রহমান
  • জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান
  • জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু

ট্যাগস: জামায়াতে ইসলামী, অধ্যাপক মুজিবুর রহমান, লালমনিরহাট, শিক্ষাশিবির, রাষ্ট্রীয় ক্ষমতা, ইসলামী শাসন, নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, রাজনীতি, বাংলাদেশ।