সাভার, ২১ জুন ২০২৫: ঢাকা-আরিচা মহাসড়কের গোলোরা হাইওয়ে রোডে আজ সকালে বেপরোয়া গতির একটি ‘সেলফি গাড়ির’ ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আজ সকাল আনুমানিক ৮টার দিকে সনি বার সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে আসা ‘সেলফি গাড়িটি’ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা যায়নি। পুলিশ দুর্ঘটনার কারণ এবং জড়িত গাড়ি ও চালকের সন্ধানে তদন্ত শুরু করেছে।
ট্যাগস: সাভার, ঢাকা-আরিচা মহাসড়ক, সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল, সেলফি গাড়ি, মৃত্যু, গোলোরা হাইওয়ে।