ঝিনাইদহ, ২৮ জুন ২০২৫: ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে জাতীয় মেধা তালিকায় সারা দেশে প্রথম স্থান অর্জন করে ঝিনাইদহের কৃতি সন্তান আহসান হাবীব জেলার মুখ উজ্জ্বল করেছেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অংশগ্রহণ করে এই অসাধারণ সাফল্য অর্জন করেন।
শিক্ষা জীবন ও ধারাবাহিক সাফল্য
আহসান হাবীবের বাড়ি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামে। তার পিতার নাম মোঃ মুক্তার হোসেন। শিক্ষা জীবনে ধারাবাহিক সাফল্য ধরে রেখে তিনি ২০১৫ সালে শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়, বলুহর থেকে এসএসসি এবং ২০১৭ সালে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
এরপর তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান। কঠোর পরিশ্রম ও আত্মপ্রত্যয়ের মাধ্যমে তিনি ধাপে ধাপে এগিয়ে যান নিজের স্বপ্নপূরণের পথে।
সাফল্যের স্বীকৃতি ও অভিনন্দন
আহসান হাবীবের এ অসাধারণ অর্জনে বিশ্ববিদ্যালয়, পরিবার ও জেলাবাসী গর্বিত। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি বিভিন্ন মাধ্যমে বহু মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এই সাফল্য প্রমাণ করে—স্বপ্ন, মেধা ও অধ্যবসায়ের সম্মিলনেই সম্ভব যে কোনো শিখর ছুঁয়ে ফেলা।