নওগাঁ, ২৮ জুন ২০২৫: বেসরকারি প্রতিষ্ঠান মৌসুমী পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় নওগাঁ সদর উপজেলায় দিনব্যাপী ‘মৌসুমী সমৃদ্ধির কৈশোর কার্যক্রম’ আয়োজন করেছে। এর লক্ষ্য ছিল কিশোর-কিশোরীদের মধ্যে সুস্থ বিনোদন, সৃজনশীলতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি করা।
অনুষ্ঠানের সূচনা ও বিভিন্ন প্রতিযোগিতা
আজ শনিবার (২৮ জুন ২০২৫) সকাল ১০টায় জেলার এটিএম মাঠে শিক্ষার্থীদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নওগাঁ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ আক্তার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এতে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
ম্যারাথনের পর শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে বালিশ বদল ও ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন, আবৃত্তি, একক অভিনয় ও উন্নয়ন মেলা
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলার উকিলাপাড়ায় মৌসুমীর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে চলে চিত্রাঙ্কন, আবৃত্তি, একক অভিনয় এবং উন্নয়ন মেলা। দিনব্যাপী নানা আয়োজন উপভোগ করে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। সদর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে এসব প্রতিযোগিতা নতুন প্রজন্মকে উৎসাহিত করার পাশাপাশি সমাজের অবহেলিত প্রবীণদেরও অনুপ্রাণিত করে।
পুরস্কার বিতরণী ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ
দিনের শেষে বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন বেসরকারি সংস্থা মৌসুমীর প্রধান নির্বাহী অর্থ সম্পাদক মছির উদ্দিন মশিউর। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমন্বয়কারী মনিরুল ইসলাম, রাণীনগর উপজেলা সমন্বয়কারী শাহীন আহমেদ, স্বাস্থ্য সহকারী গোলাম মোস্তফা, রাণীনগর উপজেলা সহ-সমন্বয়কারী প্রতাপ সিংহ রায় প্রমুখ।
পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন মৌসুমীর উপ-নির্বাহী পরিচালক মোঃ ইরফান আলী। এ সময় উপস্থিত কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয়।
এর আগে জেলার রাণীনগর ও মহাদেবপুর উপজেলায়ও একই ধরনের কৈশোর কার্যক্রম পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি।